Login Register
মুগ্ধবাংলার নিয়মাবলী - একটি বিশেষ আলোচনা

সকলকে শারদীয়ার শুভেচ্ছা প্রীতি ও অভিনন্দন জানিয়ে গুটি কয়েক বক্তব্য রাখছি আমার প্রিয় মুগ্ধবাংলাবাসীদের জন্য। "মুগ্ধবাংলাবাসী" -- এই বিশেষ শব্দটি ব্যবহারের উদ্দেশ্য আশা করি সবাই বুঝেছেন, বাংলা ভাষাকে যারা ভালোবাসেন, তারা সকলেই বাংলা ভাষায় বাঁচেন-মরেন। মায়ের ভাষার জন্য আকুল এই প্রাণ কতই না অনৈতিক কাজ করে... বলতে গেলে এই যে মুগ্ধবাংলায় আমরা যেটা করছি, বিদেশী কমিকসের বাংলা অনুবাদ, এক হিসাবে তা অবৈধ, কারণ আমরা সাধারণত এই অনুবাদের জন্য শিল্পী/লেখক বা প্রকাশক-- কারও কাছেই কোনো অনুমতি নিইনি। আর তাই আমরা এইসব অনুবাদের জন্য কোনও কৃতিত্ব দাবী করতে পারি না। আর তাই ২০১৯ সালের পয়লা এপ্রিল থেকে যাত্রা শুরু করার পর আমরা প্রায় অর্ধশত কমিকস বই (ভালভাবে বলতে গেলে পর্ব) অনুবাদ করে ফেলার পর এইকথা আমরা মুক্তকন্ঠে ঘোষণা করছি যে, এই সমস্ত কমিকসের বাংলা অনুবাদের কৃতিত্ব এই সকল কমিকসের আসল মালিক-- শিল্পী/লেখক বা প্রকাশকদের জন্য ছেড়ে দিচ্ছি। কিন্তু তার মানে এই নয় যে, এখন থেকে সবাই মুগ্ধবাংলার কমিকস যেখানে খুশি যখন খুশি অন্যের সঙ্গে শেয়ার করবেন। মুগ্ধবাংলার দীর্ঘজীবনের লক্ষ্য পুরণ করার জন্য, এটাকে দীর্ঘদিন অনলাইনের রাখার জন্য, শুধুমাত্র সার্ভার খরচ তোলার উদ্দেশ্যেই এই সাইটের কমিকসগুলি ডাউনলোড করতে ক্রেডিট সিস্টেম রাখা হয়েছে, যা মুগ্ধবাংলার সদস্যরা বিশেষ কিছু পেজে দেখানো এড-কাউন্টের ভিত্তিতে অর্জন করেন। আমরা দুঃখিত যে, এ ভিন্ন আমাদের সামনে কোনো পথ ছিল না। তবে পরবর্তীতে কিছু সদস্যের অনুরোধে আমরা Paypal এবং PayTM UPI সিস্টেম এড করি।

যাই হোক, আগামী কিছুদিনের মধ্যেই আমরা মুগ্ধবাংলার Ultimate Version এ আপগ্রেড শুরু করব, তবে তার আগে বর্তমান ভার্সনের বেশ কিছু ত্রুটি সারাবো, যেমন পার্সনাল মেসেজ সিস্টেমটা বিতিকিচ্ছিরি হয়ে আছে। সেটাকে মডিফাই করব ইত্যাদি ইত্যাদি।
সে যাই হোক, এবার আসল কথায় আসি। প্রায় দেড় বছর মুগ্ধবাংলা চালানোর পর সাইটের Terms & Condition বা RuleBook cum Guideline তৈরি করার দরকার পড়েছে। কারণ মুগ্ধবাংলার বেশ কিছু সদস্যকে দেখছি, একের পর এক অ্যাকাউন্ট তৈরি করেই চলেছেন, সেই সঙ্গে অন্যকে অহেতুক হাই- হেল্লো গোত্রের মেসেজ পাঠিয়ে উত্যক্ত করছেন, বা ব্যক্তিগত সমস্যার কথা এখানে আলোচনা করছেন যার সঙ্গে মুগ্ধবাংলার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। (মুগ্ধবাংলার এডমিন প্যানেলের মাধ্যমে সমস্ত ইউজারের পাঠানো মেসেজ আমি পড়তে পারি, যদিও সবগুলো সবসময় নজরে রাখা হয়ে ওঠে না)। এই সকল সদস্যদের এই সব খুচরো কাজে রাগও হয় আবার হাসিও পায়। কিন্তু দুর্ভাগ্যবশতঃ জন্মের পর থেকে মুগ্ধবাংলায় সেরকম কোনো বিধিনিষেধ না দেওয়ায় এসবের অজুহাতে ওদের ব্যান করতে মন সায় দেয় না। আর তাই ঠিক করেছি, নতুন আপগ্রেডের সঙ্গে প্রত্যেক ইউজারকে একটা হার্ট এন্ড সোল নিয়মাবলী অবশ্যই গ্রহণ ও মেনে চলতে বাধ্য থাকতে হবে। আর এই নিয়মাবলী বানানোর জন্য আমরা আমাদের প্রিয় সদস্যবৃন্দের দ্বারস্থ হচ্ছি।

আমার প্রিয় সদস্যগণ, মুগ্ধবাংলার সদস্যদের জন্য যে সকল নিয়মাবলী আপনার দৃষ্টিতে থাকা একান্ত জরুরী তা এখানে মন্তব্য করে জানান। এগুলি হতে পারে আদর্শ আচরণবিধি, মন্তব্য বিষয়ক, ডাউনলোড বা ক্রেডিট ও পেমেন্ট বিষয়ক--- যে কোনো ধরনের। আপনার প্রস্তাবিত নিয়ম/মন্তব্য হয়ত অন্য সদস্যের ভাল না লাগতে পারে বা পরিমার্জন করার দরকার হতে পারে, সুতরাং আপনি সেটাও করতে পারেন। আপনার প্রস্তাবিত নিয়ম সবটা/আংশিক সকল সদস্য দ্বারা গৃহীত হবেই এ বিশ্বাস আমার আছে।
সকলকে অজস্র ধন্যবাদ।

17th October, 2020 7:29 PM
Comments
#1

বাংলাম্যাক্স ভাই সাইটের পপআপ এডগুলো ইদানীং বেশ সমস্যা মনে হচ্ছে। এসব এড ব্যাক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে আমার মনে হয়। অথচ এড অফ করলেও পয়েন্ট বারবেনা,, বেশ ঝামেলায় আছি ভাই


26th October, 2020 6:14 PM
#2

হুমম্‌, পপ এড বন্ধ করে দেবো ভাবছিলাম। এত পপ আপ হচ্ছে, অথচ, সেই হারে এড রেভেনিউ দিচ্ছে না। দেখছি, কী করা যায়।আপাতত একটি ব্যানার এড চালু রাখলাম।


26th October, 2020 7:02 PM Last Edit by banglamax on 26th October, 2020 7:16 PM
#3

পোস্টগুলোতে লাইক বা ডিসলাইক অপশন চালু করা যায় কি?


31th October, 2020 11:48 AM
#4

প্রথম যখন মুগ্ধবাংলা লঞ্চ করি, তখন ভেবেছিলাম লাইক/ডিসলাইক বা থ‍্যান্কস অপশন রাখব। পরে সেটা এই ভেবে বাতিল করি যে, এর ফলে পোস্টে কমেন্ট করতে কেউ উৎসাহিত বোধ করবে না, পাঠকদের ফিডব্যাক না পেলে ভূল সংশোধন হবে না। কিন্তু ফলাফল প্রায় একই রয়ে গেছে। যারা কমেন্ট করতে চান, তারা স্বেচ্ছায় কমেন্ট করেন। যারা কমেন্ট করতে চান না, করেন না। হয়ত লাইক/ডিসলাইক অপশন পেলে তাদের কিছুটা সুবিধা হত! অন্তত কিছু একটা প্রতিক্রিয়া তো পাওয়া যেত!যাইহোক, দেখছি, সেরকম কিছু করা যায় কিনা। আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ।


1st November, 2020 10:22 AM Last Edit by banglamax on 1st November, 2020 10:23 AM
#5

বাংলাম্যাক্স ভাই, আমি আজ সকালে ৫০ টাকার ক্রেডিট অর্ডার পেশ করেছি। কিন্তু ১০ টাকার অর্ডার দিয়েছি দেখাচ্ছে, তাও কোনো ক্রেডিট পাইনি এখনো। একটু দেখবেন প্লিজ।


31th May, 2021 9:24 AM
Pages First 1  2   Next   Last 
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)